Thursday, January 31, 2013

ম্যাজিক! জাভা মোবাইল ব্যবহারকারিরা দেখুন



আজকে আপনাদের দেখাব কি করে জাভা মোবাইলে একঘেয়ে ফোল্ডার আইকন ছাড়া ফোল্ডার বানানো যায়।
কথা না বাড়িয়ে চলুন শুরু করি।

আপনার জাভা মোবাইলে কিছু নিরাপত্তা যা না থাকলেই নয়



জাভা মোবাইলে ব্যক্তিগত নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন সফটওয়ার ব্যবহার করে থাকি। কিন্তু সেটি আপনার ফোল্ডার টি মোবাইলে শো না করলেও আপনি যদি মেমরিকারডটি কম্পিউটারে প্রবেশ করান তাহলে হাইড করা ফোল্ডারটি দেখা যাবে! এক্ষেত্রে আপনি কি করবেন?
আমি দেখাচ্ছি যে কিভাবে একটি ফোল্ডার বানাবেন যা কম্পিউটারে খোলা যাবে না।

শুধু জাভা ইউজাররা এইদিকে আসেন, না দেখলে মিস করবেন



আমরা যারা জাভা মোবাইল চালাই তাদের একটাই দুঃখ। আমরা চাইলেও ভাল কোন apps ইউজ করতে পারি না। কারন হলো, জাভা মোবাইল গুলা সাধারনত কম দামের আর কম মেমরির হয়। ফলে ডেভেলপাররা apps তৈরি করতে পারে না।
এইদিকে সিম্বিয়ান ইউজাররা তো মহা আনন্দে নিজের মোবাইলটা সাজিয়ে নেয় নিজের মত করে। তারা ফন্ট থেকে শুরু করে কলিং স্ক্রিন পরযন্ত পরিবরতন করে ফেলে। আমরা জাভা ইউজাররাও থিম ইউজ করে এই শখ কিছুটা মেটাতে পারি। দুধের সাধ ঘোলে মেটানো আর কি। তবে আমরা মোবাইলের ডিফল্ট যে ফোল্ডার আইকন আছে সেটা পরিবরতন করতে পারি না, পারি কি?
অবশ্যই পারি। এটা সম্ভব। যারা জানেন না তারা দেখুন।

Tuesday, January 29, 2013

Hide media files from your mobile media player



কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটি মোবাইল টিপস শেয়ার করতে চাই । তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি ।
আমরা অনেক সময় মোবাইলে ব্যক্তিগত ফাইল হাইড করে থাকি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে ।কিন্তু সেসব ফাইল এর মধ্যে যদি কোন অডিও/ভিডিও ফাইল থাকে তবে সেগুলো মোবাইল এর মিডিয়া প্লেয়ারে ঠিকই পাওয়া যায় ।
তবে এখন থেকে আর পাওয়া যাবে না ।

Tuesday, January 22, 2013

Speed up your downloads



আপনি জানেন কি, আপনার পিসিতে ডাউনলোড স্পীড এমনিতেই ২০% কমানো আছে। ফলে স্বাভাবিক ভাবেই আপনার যেরকম স্পীড পাওয়ার কথা, আপনি তার থেকে কম পাচ্ছেন। মাইক্রোসফট তার প্রোডাক্ট আপডেট করানোর জন্য এই ২০% ব্যান্ডউইথ কমিয়ে রাখে।
আমি আজ আপনাদের দেখাব যে কিভাবে আপনি এই ২০% ব্যান্ডউইথ ফিরে পাবেন। নিচের স্টেপ গুলা ফলো করেন, তাহলেই হবে।

Break windows 7 login password



আমরা সবাই কমবেশি বন্ধুদের মাঝে নিজেদের জ্ঞান জাহির করতে পছন্দ করি, তাই না (এর বাইরে কেউ থাকলে আওয়াজ দিয়েন)। বন্ধুরাও কম যায় না, আমরা যেন তার কম্পিউটার থেকে কিছু নিতে না পারি এইজন্য পাসওয়ার্ড দিয়া রাখে। আমরাও কম কিসে? তার এই আচরনের শোধ তুলবই, কম্পিউটার থেকে জিনিশ তো নিবই, সাথে শিক্ষাও দিব । জাতে জিন্দেগিতেও আর পাসওয়ার্ড না দেয়।
দিব আমরা পাসওয়ার্ড পরিবরতন করে। কিন্তু আমি  তো চালাই এক্সপি, অর ত সেভেন যার কিছুই বুঝি না। তাতে কি, আমি আছি না।
আমি দেখাব কিভাবে সেভেন এ পাসওয়ার্ড না জেনেও পাসওয়ার্ড পরিবরতন করবেন। তবে হ্যা কম্পিউটার অবশ্যই খোলা থাকতে হবে।
তা আসুন দেখি কিভাবে করতে হয় এই ব্রিলিয়ান্ট কাজটি। মুলত দুইটি পদ্ধতিতে কাজটি করা যায়। নিচের নিয়ম গুলা ফলো করেন, কাজ হয়া যাবে।

Refresh all drives by one click only.....



আপনি মাত্র একটি ক্লিকেই আপনার পিসির সকল ড্রাইভ রিফ্রেশ করতে পারেন, ছোট্ট একটি নোটপ্যাড বা ব্যাচ (batch) প্রোগ্রামের মাধ্যমে। এজন্য Notepad খুলে নিচের কোডটি কপি পেস্ট করুন।

Wednesday, June 13, 2012

মানব কল্যানে মেডিসিনাল কেমিস্ট্রি বা ঔষধ রসায়ন


মানব কল্যানে ঔষধ রসায়নের গুরুত্ব অপরিসীম সাধারনত মানব রোগের চিকিৎসা দুই ধরনের যথা : সার্জিক্যাল (Surgical) ও মেডিক্যাল (Medical) সার্জিক্যাল পদ্ধতি সময়সাপেক্ষ, কষ্টসাধ্য ও ব্যয়বহুল বলে অল্পসংখ্যক ধনী লোক বা উন্নত দেশসমূহের লোকদের জন্য উপযোগী অন্যদিকে, মেডিক্যাল চিকিৎসা ড্রাগ বা ঔষধ দ্রব্যের উপর নির্ভরশীল বলে অল্প সময়ে অপেক্ষাকৃত কম খরচে সম্ভব এ চিকিৎসা ধনী-গরীব, উন্নত-অনুন্নত বিশ্বের সবার জন্য প্রযোজ্য জনস্বাস্থের জন্য উপকারী কোন ড্রাগ আবিষ্কৃত হলে তা সমগ্র মানবজাতির জন্য মঙ্ঙ্গল বয়ে আনে

Thursday, January 31, 2013

ম্যাজিক! জাভা মোবাইল ব্যবহারকারিরা দেখুন



আজকে আপনাদের দেখাব কি করে জাভা মোবাইলে একঘেয়ে ফোল্ডার আইকন ছাড়া ফোল্ডার বানানো যায়।
কথা না বাড়িয়ে চলুন শুরু করি।

আপনার জাভা মোবাইলে কিছু নিরাপত্তা যা না থাকলেই নয়



জাভা মোবাইলে ব্যক্তিগত নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন সফটওয়ার ব্যবহার করে থাকি। কিন্তু সেটি আপনার ফোল্ডার টি মোবাইলে শো না করলেও আপনি যদি মেমরিকারডটি কম্পিউটারে প্রবেশ করান তাহলে হাইড করা ফোল্ডারটি দেখা যাবে! এক্ষেত্রে আপনি কি করবেন?
আমি দেখাচ্ছি যে কিভাবে একটি ফোল্ডার বানাবেন যা কম্পিউটারে খোলা যাবে না।

শুধু জাভা ইউজাররা এইদিকে আসেন, না দেখলে মিস করবেন



আমরা যারা জাভা মোবাইল চালাই তাদের একটাই দুঃখ। আমরা চাইলেও ভাল কোন apps ইউজ করতে পারি না। কারন হলো, জাভা মোবাইল গুলা সাধারনত কম দামের আর কম মেমরির হয়। ফলে ডেভেলপাররা apps তৈরি করতে পারে না।
এইদিকে সিম্বিয়ান ইউজাররা তো মহা আনন্দে নিজের মোবাইলটা সাজিয়ে নেয় নিজের মত করে। তারা ফন্ট থেকে শুরু করে কলিং স্ক্রিন পরযন্ত পরিবরতন করে ফেলে। আমরা জাভা ইউজাররাও থিম ইউজ করে এই শখ কিছুটা মেটাতে পারি। দুধের সাধ ঘোলে মেটানো আর কি। তবে আমরা মোবাইলের ডিফল্ট যে ফোল্ডার আইকন আছে সেটা পরিবরতন করতে পারি না, পারি কি?
অবশ্যই পারি। এটা সম্ভব। যারা জানেন না তারা দেখুন।

Tuesday, January 29, 2013

Hide media files from your mobile media player



কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটি মোবাইল টিপস শেয়ার করতে চাই । তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি ।
আমরা অনেক সময় মোবাইলে ব্যক্তিগত ফাইল হাইড করে থাকি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে ।কিন্তু সেসব ফাইল এর মধ্যে যদি কোন অডিও/ভিডিও ফাইল থাকে তবে সেগুলো মোবাইল এর মিডিয়া প্লেয়ারে ঠিকই পাওয়া যায় ।
তবে এখন থেকে আর পাওয়া যাবে না ।

Tuesday, January 22, 2013

Speed up your downloads



আপনি জানেন কি, আপনার পিসিতে ডাউনলোড স্পীড এমনিতেই ২০% কমানো আছে। ফলে স্বাভাবিক ভাবেই আপনার যেরকম স্পীড পাওয়ার কথা, আপনি তার থেকে কম পাচ্ছেন। মাইক্রোসফট তার প্রোডাক্ট আপডেট করানোর জন্য এই ২০% ব্যান্ডউইথ কমিয়ে রাখে।
আমি আজ আপনাদের দেখাব যে কিভাবে আপনি এই ২০% ব্যান্ডউইথ ফিরে পাবেন। নিচের স্টেপ গুলা ফলো করেন, তাহলেই হবে।

Break windows 7 login password



আমরা সবাই কমবেশি বন্ধুদের মাঝে নিজেদের জ্ঞান জাহির করতে পছন্দ করি, তাই না (এর বাইরে কেউ থাকলে আওয়াজ দিয়েন)। বন্ধুরাও কম যায় না, আমরা যেন তার কম্পিউটার থেকে কিছু নিতে না পারি এইজন্য পাসওয়ার্ড দিয়া রাখে। আমরাও কম কিসে? তার এই আচরনের শোধ তুলবই, কম্পিউটার থেকে জিনিশ তো নিবই, সাথে শিক্ষাও দিব । জাতে জিন্দেগিতেও আর পাসওয়ার্ড না দেয়।
দিব আমরা পাসওয়ার্ড পরিবরতন করে। কিন্তু আমি  তো চালাই এক্সপি, অর ত সেভেন যার কিছুই বুঝি না। তাতে কি, আমি আছি না।
আমি দেখাব কিভাবে সেভেন এ পাসওয়ার্ড না জেনেও পাসওয়ার্ড পরিবরতন করবেন। তবে হ্যা কম্পিউটার অবশ্যই খোলা থাকতে হবে।
তা আসুন দেখি কিভাবে করতে হয় এই ব্রিলিয়ান্ট কাজটি। মুলত দুইটি পদ্ধতিতে কাজটি করা যায়। নিচের নিয়ম গুলা ফলো করেন, কাজ হয়া যাবে।

Refresh all drives by one click only.....



আপনি মাত্র একটি ক্লিকেই আপনার পিসির সকল ড্রাইভ রিফ্রেশ করতে পারেন, ছোট্ট একটি নোটপ্যাড বা ব্যাচ (batch) প্রোগ্রামের মাধ্যমে। এজন্য Notepad খুলে নিচের কোডটি কপি পেস্ট করুন।

Wednesday, June 13, 2012

মানব কল্যানে মেডিসিনাল কেমিস্ট্রি বা ঔষধ রসায়ন


মানব কল্যানে ঔষধ রসায়নের গুরুত্ব অপরিসীম সাধারনত মানব রোগের চিকিৎসা দুই ধরনের যথা : সার্জিক্যাল (Surgical) ও মেডিক্যাল (Medical) সার্জিক্যাল পদ্ধতি সময়সাপেক্ষ, কষ্টসাধ্য ও ব্যয়বহুল বলে অল্পসংখ্যক ধনী লোক বা উন্নত দেশসমূহের লোকদের জন্য উপযোগী অন্যদিকে, মেডিক্যাল চিকিৎসা ড্রাগ বা ঔষধ দ্রব্যের উপর নির্ভরশীল বলে অল্প সময়ে অপেক্ষাকৃত কম খরচে সম্ভব এ চিকিৎসা ধনী-গরীব, উন্নত-অনুন্নত বিশ্বের সবার জন্য প্রযোজ্য জনস্বাস্থের জন্য উপকারী কোন ড্রাগ আবিষ্কৃত হলে তা সমগ্র মানবজাতির জন্য মঙ্ঙ্গল বয়ে আনে